কামরুজ্জামান আল রিয়াদ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তলিয়ে গেছে ৯০০ হেক্টর জমির রোপা আমন ধান। বন্যার পানিতে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির আমন ধান।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলের অন্তত ৯০০ হেক্টর ফসল তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার কৃষক।
সরেজমিনে দেখা গেছে উপজেলার মররা, নিশাপট, কাজীরগাও, ঢাকিজাংগল, লাদিয়া, ফরিদপুর, বারলাড়িয়া, চণ্ডিপুর, নোয়াগাও, পুরাসুন্দা, ব্রাক্ষনডোরা, কেশবপুর, উলুহর, পুটিয়া, শৈলজুড়া, বাখরনগর গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
উপজেলার পুর্ব নিশাপট গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, ১৫ বিঘা জমির আমন ধান বানের পানিতে তলিয়ে গেছে। আমার মতো অনেকের জমি পানির নিচে। এখন আমরা দিশেহারা।
বারলাড়িয়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, উজানের পানিতে আমার ৫ বিঘা জমির ধান তলিয়ে গেছে। অনেক টাকা ক্ষতির সম্মুখীন হলাম।
ব্রাক্ষনডোরা গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, ধারদেনা করে এক বিঘা জমিতে আমন ধান চাষ করি। কিন্তু পানি সব নিয়ে গেলো।
কৃষি অফিস সূত্র জানায়, এ বছর ২৯৫০ হেক্টর জমিতে উপজেলায় রোপা আমন ধানের আবাদ হয়। এর মধ্যে ৮৯০ হেক্টর আমন ধান নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন, কৃষকদের আমন ধান পানিতে তলিয়ে গেছে। এতে উপজেলার কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবে।
আমাদের ক্ষতি অপূরনীয়।পরবর্তী আমন মৌসুমে যাতে কৃষকরা প্রয়োজনীয় কৃষি উপকরন পায় সে লক্ষ্যে আমরা কাজ করছি।প্রয়োজনীয় প্রনোদনা ও পূনর্বাসনের জন্য আমরা মন্ত্রণালয় বরাবর আবেদন করেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj