হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥
মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে আদালতের দ্বারত্ব হলেন এক অসহায় কুমারী মাতা। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের দিন মজুর রুমান মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার (১৮) চাকুরী নেয় নোয়াপাড়াস্থ সায়হাম স্পিনিং মিলে। মিলে আসা-যাওয়ার পথে ইয়াসমিনের উপর নজর পড়ে তারই চাচাতো ভাই হাবিবুর রহমানের ছেলে মাছুম মিয়া (২৫)’র। মাছুম বিভিন্ন কলা-কৌসুলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং এক পর্যায়ে তা শাররীক সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিন শাররীক সম্পর্ক চলার এক পর্যায়ে ইয়াসমিন ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিয়ের জন্য চাপ দেয় মাছুমকে। কিন্তু মাছুম বিষয়টি এড়িয়ে যায় এবং এক পর্যায়ে সম্পর্কের কথা অস্বীকার করে। অন্তঃসত্ত্বা ইয়াসমিন অনাগত সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে গ্রামের মাতব্বরদের কাছে বিচার চায়। কিন্তু মাছুম তারা প্রভাবশালী হওয়ায় মাতব্বররা মাছুমের বিচার করতে সাহস পায়নি। ফলে ৫ মে ইয়াসমিন বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাধবপুর থানায় প্রেরন করেন। এরই মধ্যে গত এক সপ্তাহ আগে ইয়াসমিন একটি কন্যা সন্তানের জম্ম দেয়। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই.আশিষ কুমার মৈত্র জানান-অভিযোগের তদন্তকাজ চলছে। তবে ডিএনএ টেষ্ট ছাড়া সন্তানের পিতৃ পরিচয় নির্ণয় করা হয়তো সম্ভব নাও হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj