নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিলা ধসে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন পরিবারের দশজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মীর টিলা ধসে এ ঘটনা ঘটে।এদিকে টিলা ধসের খবরে দিনারপুর পরগনার তিনটি ইউনিয়নের পাহাড়-টিলার পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণা দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত। মুষলধারায় বৃষ্টি হলেই পাহাড়-টিলার পাদদেশে বসবাসরত বাসিন্দাদের ঝুঁকি বেড়ে যায়।
টানা বৃষ্টির ফলে শুক্রবার ভোরে গজনাইপুর ইউনিয়নের বনগাঁও মীর টিলার মাটি ধসে পড়ে।এতে ওই টিলার পাদদেশে বসবাসকারী হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সামান্য আহত হয়েছেন তিন পরিবারের দশজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।টিলা ধসে ক্ষতিগ্রস্ত হিরা মিয়া বলেন, ‘মুষলধারে বৃষ্টি হলেই আমরা যারা পাহাড়-টিলার নিচে থাকি তাদের মধ্যে আতঙ্ক থাকে। শুক্রবার ভোরে হঠাৎ মীর টিলার মাটি ধসে আমার ঘরসহ তিনটি ঘর ভেঙে যায়।
স্থানীয়রা আমাদের উদ্ধার করে।’খবর পেয়ে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন বলেও জানান তিনি।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’দ্রুতই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবেও বলেও জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj