শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে বানিয়াচংয়ে এমপি আব্দুল মজিন খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।
রবিবার (১লা অক্টোবর) বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্ট এর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
টুর্নামেন্ট এর পৃষ্ঠপোষক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (বিদায়ী) পদ্মাসন সিংহ, উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
খেলায় গোল শূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে কাকাইলছেও একাদশকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে জাতুকর্ন পাড়া একাদশ। ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হৃদয় মিয়া। রেফারীর দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুর রউফ। সহকারি রেফারী ছিলেন মতিউর রহমান মতি ও মোঃ আবুল কাশেম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভুষণ রায়, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ২নং ইউপি আওয়ামী লীগের সভাপতি মোত্তাকিন বিশ্বাস, ৩নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ছায়েব আলী,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি সেবুল চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী বাবু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ফয়ছল আহমদ, ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ শিহাব, আজহার উদ্দিন সুমন, মুরাদ মিয়া।
মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj