মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ :
কলা চাষে স্বাবলম্বী হয়েছেন শায়েস্তাগঞ্জের ছনাও গ্রামের কৃষক মোহাম্মদ আলী সরকার।তিনি গত বছরে তার নিজের বাড়ির পার্শ্ববর্তী ক্রয় করা ১৪ শতাংশ জমিতে সবরি,কাচ ও চাম্পা তিন জাতের ৭৫ টি ঝাড়ে ৭৫টি কলার চারা রোপন করেন।
এসব কলার চারা তার পাশ্ববর্তী গ্রামের সফল কলা চাষী মোঃ আমির খান চান খাঁর কলা বাগান থেকে সংগ্রহ করেন। এরই মধ্যে তিনি গত এক বছরে প্রতিটি ঝাড় থেকে ছয়টি কলার ছড়ি পাইকারের কাছে বিক্রি করতে পেরেছেন।
এরকম একই ভাবে ৭৫ টি ঝাড় থেকেই ৬টি করে মোট ৪৫০ টি কলার ছড়ি বিক্রি করেছেন। এতে তিনি আনুমানিক ১লাখ ৩৫ হাজার টাকার কলা বিক্রি করেছেন।
আলাপকালে কৃষক মোহাম্মদ আলী সরকার জানান, গত ২০২২ সালের আগস্টে তার বাড়ির পাশে ১৪শতাংশ জমি ক্রয় করে ৭৫ টি কলার ঝাড় তৈরি করেছিলেন তিনি। এপর্যন্ত ওই কলা বাগানের পরিচর্যায় শ্রমিক মুজুরি, বিভিন্ন জাতের সার ও কীটনাশক সহ মোট ১৮থেকে২০হাজার টাকা ব্যায় করেছেন।
তিনি আরো বলেন, ভালো ফলন পাওয়ার আশায় তিনি চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামের নিকট সব সময় যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি এখনো ওই কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েই কলা বাগানের পরিচর্যা করে আসছেন।
যে কারণে তিনি ভাল ফলন ও পেয়েছেন। ওই কৃষি কর্মকর্তা তার কলা বাগানের কয়েকবার পরিদর্শন ও করেছেন। তিনি আরো বলেন,গত কয়েক মাস পূর্বে প্রবল ঘূর্ণিঝড়ে তার কলা বাগানের বেশ কিছু চড়ি যুক্ত গাছ ভেঙ্গে যায়। এতে তিনি লাভের পরিমাণ অনেকটা কম পেয়েছেন। তা না হলে তিনি আরো লাভবান হতে পারতেন। এলাকার অন্যান্য কৃষকরা কলা চাষে তার সফলতা দেখে অনেকেই কলা চাষে আগ্রহী হয়েছেন।
তার বাগানের কলা ক্রয় করতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ক্রেতারা তার কলা বাগানে আসছেন।ক্রেতারা তার বাগানের কলা পাইকারী মূল্যে ক্রয় করে বাজারে অধিক মূল্যে বিক্রি করছেন। আবার মাঝে মধ্যে তিনি নিজেও তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কলা বিক্রি করছেন।
এতে তিনি অধিক লাভ ও পাচ্ছেন। এলাকার অনেক কৃষককেই তিনি কলা চাষে উৎসাহিত করেছেন এবং অনেকেই কলা চাষে আগ্রহী হয়েছেন । কৃষক মোহাম্মদ আলীর পরিবারের লোক জনের সাথে আলাপকালে জানা যায়, তার বাগানের কলা চাষ হওয়ায় পরিবারের সকলেই কলা খাবারের চাহিদাও মিঠেছে। তিনি পরবর্তীতে আরও বেশি জমিতে কলা চাষ করার পরিকল্পনা করেছেন।
কৃষক মোহাম্মদ আলী সরকার আরো জানান, এলাকার বেকার যুবকরা যদি চাকুরির পিছনে ঘুরাঘুরি না করে কলা চাষে আগ্রহী হলে তারা অল্প সময়ে সফলতা অর্জন করতে পারতো। এতে তাদের পরিবারের অর্থনৈতিক অভাব ও দূর হতো। এলাকার আরেক কৃষক বুলবুল আহমেদ বলেন, তার কলা চাষে সফলতা দেখে নিজেও একটি কলা বাগান তৈরি করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj