ইমদাদুল হোসেন খান, বানিয়াচং ॥ সোয়াম ফরেস্ট বা জলাবন সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি। পৃথিবীতে এমন জলাবনের সংখ্যা মাত্র সাতটি। তন্মধ্যে দু’টি রয়েছে বাংলাদেশে। একটি সিলেটের ‘রাতার গুল’ অপরটি হবিগঞ্জের বানিয়াচংয়ের ‘লক্ষী বাওর’।
রাতার গুল জলাবনটির নাম দেশী-বিদেশী পর্যটকরা অনেক বছর ধরে শুনে আসলেও লক্ষী বাওর জলাবনের নামটি অনেকের কাছে একেবারে নতুন। এর কারণ এটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। যুগ যুগ ধরে স্থানীয় গ্রাম্য পঞ্চায়েতের নিয়ন্ত্রণে রয়েছে এই জলাবনটি। বছর খানেক পূর্বে সরকারের উচ্চ পদস্থ একদল কর্মকর্তা সপরিবারে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং ভ্রমণে এসে লক্ষী বাওর জলাবন দেখে এর গুরুত্ব উপলব্ধি করে সরকারের নিয়ন্ত্রণে নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে পরামর্শ দেন।
এটি সরকারী পৃষ্ঠপোষকতা পেলে পৃথিবীর একটি অন্যতম আকর্ষনীয় সোয়াম ফরেস্ট হয়ে উঠতে পারে বলে অভিমত দিয়ে যান। ওই সময় থেকে এনিয়ে প্রিন্ট মিডিয়ায় লেখালেখি ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সচিত্র খবর প্রচারিত হতে থাকলে ক্রমে ক্রমে এটি’র নাম দেশী-বিদেশী পর্যটকদের কাছে পরিচিতি পেতে থাকে। প্রায়ই লক্ষী বাওর জলাবন দেখতে পর্যটকরা আসেন। বিভিন্ন প্রকারের গাছ-গাছালি, ফুল-ফল, পশু-পাখি, সাপ-বিচ্ছু দেখে মুগ্ধ হয়ে অনেকে ভ্রমণ কাহিনী লিখেন।
এমনি করে দিনে দিনে পর্যটকদের আকৃষ্ট করছে লক্ষী বাওর জলাবন। বানিয়াচং উপজেলার গন্ধবপুর, লক্ষী বাওর ও খাকদার মৌজার প্রায় তিনশত একর জমির উপর ‘লক্ষী বাওর’ জলাবন। স্থানীয় লোকজনের কাছে যা ‘খরতির জঙ্গল’ হিসেবে পরিচিত। এই জলাবনের অধিকাংশ জায়গা সরকারী হলেও অল্প পরিমাণ জমির মালিকানার সুবাদে স্থানীয় ‘সইদ্যাটুলা সাত মহল্লা ছান্দ’ নামক গ্রাম্য পঞ্চায়েতের দখলে রয়েছে বিশাল আয়তনের সমগ্র জলাবনটি। এই জলাবনটি’র শুকনো কাঠ ও জলের মাছ বিক্রি করে গ্রাম্য পঞ্চায়েতের প্রতিবছর দেড় থেকে দুই কোটি টাকা আয় হয়।
সর্দার বা গ্রাম্য মাতব্বরদের তত্ত্বাবধানের ব্যাংকে আয়ের অর্থ জমা রাখা হয় এবং সময়ে সময়ে এলাকাবাসীর মধ্যে বন্টন করা হয়। এছাড়া আয়ের অর্থ দিয়ে পঞ্চায়েতী মামলা-মোকদ্দমা পরিচালনাসহ বিভিন্ন ব্যয় নির্বাহ এবং সর্দারদের সম্মানী দেয়া হয়। সম্প্রতি এই জলাবনের অর্থের হিসাব নিয়ে সর্দারদের মধ্যে গ্রুপিংসহ দুইপক্ষের লোকজনের সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হওয়ার ঘটনা ঘটে। বানিয়াচং উপজেলাবাসীসহ সমগ্র হবিগঞ্জ জেলাবাসী দেশের স্বার্থে লক্ষী বাওর জলাবনটিকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আকর্ষনীয় পর্যটন স্পটে পরিণত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj