আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে পড়ে মুবিন নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুটি হলো বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের (নাপিত পাড়া)এলাকার মোঃ তোফাজ্জুল মিয়ার পুত্র।
২৭ সেপ্টেম্বর(বুধবার) বেলা আনুমানিক ২টার দিকে এই শিশুর মৃত্যু ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,দুপুরের দিকে শিশু পুত্রকে নিয়ে তার পিতা তোফাজ্জল মিয়া বাড়ির পাশের আরেকটি পুকুর পাড়ে ছেলেকে বসিয়ে অন্যত্র একটি পাড়ে তিনি নিজের কাজের জন্য যান।
তোফাজ্জল মিয়া কাজ শেষ করে এসে দেখেন তার শিশু পুত্রটি আর পুকুর পাড়ে নেই।
এদিকে শিশু মুবিন বাবার অনুপস্থিতে ও পরিবার এবং আশপাশের লোকজনের অগোচরে পুকুর পাড়ে বসা থেকে সে সিঁড়িঘাটে জুতা রেখে নেমে পড়ে।
ছেলেকে না পেয়ে পিতা বিভিন্ন স্হানে খোঁজাখুঁজির এক পর্যায়ে সিঁড়ি ঘাটে ছেলের জুতা দেখে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন নিয়ে পুকুরে খুঁজতে শুরু করেন।
এক পর্যায়ে শিশু মুবিনকে ঐ পুকুরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।পরে দ্রুত শিশুটিকে নিয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন শিশু মুবিন এর মৃত্যুর বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে ৬বছরের শিশু পুত্র মুবিনকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj