ডেস্ক ঃ২০১৫ সালের বিশ্বখাদ্য পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃতি সন্তান ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ।
বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেনেথ এম কুইন এই পুরস্কারের জন্য ফজলে হাসান আবেদের নাম ঘোষণা করেন। এই পুরস্কারের অর্থের মূল্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার।
আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গ রাজ্যের ডে-মঈন শহরে এই পুরস্কার তুলে দেয়া হবে। ওয়ার্ল্ড ফুড প্রাইজের বিবৃতিতে বলা হয়,অনেকেই যে প্রতিষ্ঠানকে কার্যকরী সংগঠন হিসাবে মনে করে থাকেন সেই ব্র্যাক গড়ে তোলার অনন্য স্বীকৃতি হিসাবে ফজলে হাসান আবেদকে এই পুরস্কারে ভুষিত করা হয়েছ।
ব্র্যাক বিশ্বের মধ্যে অন্যতম বেসরকারি সংগঠন হিসাবে গড়ে তোলায় ২০০৯ সালে বৃটিশ রাণী ফজলে হাসান আবেদকে নাইট উপাধিতে ভুষিত করেন। বাংলাদেশসহ প্রায় বিশ্বের ১১টি দেশে দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে এই ব্র্যাক। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত দেশে বিপর্যস্ত মানুষকে ত্রাণ সহায়তা প্রদান ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে ফজলে হাসান আবেদের নেতৃত্বে ব্র্যাক গঠিত হয়।
নিজস্ব প্রচেষ্টায় যারা বিশ্বে খাদ্যের গুণগত মান,পরিমান ও প্রাপ্যতা নিশ্চিত করে থাকেন তাদেরকেই প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ৪ হাজারেরও বেশী প্রতিষ্ঠানের কাছ থেকে এই পুরস্কারের মনোনয়ন আহবান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj