হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনয়ন ও ২টি পৌরসভায় প্রায় ২শ’৪০টি প্রকল্পে ১ কোটি ৪৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা হল রুমে এই অনুদানের চেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
টি আর ২য় ও ৩য় পর্যায়ের অধীনে প্রকল্পগুলো হচ্ছে ৮০টি প্রাথমিক বিদ্যালয়, ১৬০ টি মসজিদ, মাদ্রাসা, মক্তব ও মন্দির। এছাড়াও কাবিখা প্রকল্পের অধীনে রাস্তা, কবরস্থান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, এই সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। অতীতে বিএনপি-জামায়াত জোট সরকার মানুষের ভোট নিয়ে বিশ্বাস ঘাতকতা করেছে। তারা নির্বাচন আসলে ইসলাম ও উন্নয়নের কথা বলে ভোট আদায় করেছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রতিটি এলাকায় নানা মুখী উন্নয়নের মাধ্যমে দেশ আজ এগিয়ে চলেছে।
তিনি বলেন, হবিগঞ্জ সদরের এমন কোন গ্রাম নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। এটি সম্ভব হয়েছে আপনাদের নিজের ছেলেকে সংসদ সদস্য নির্বাচিত করে। এখানে বাইরের লোক আসলে এমন সুষম উন্নয়ন সম্ভব হত না।
আবু জাহির আরো বলেন, আগামী দিনে শেখ হাসিনার সরকারকে অব্যাহত সহযোগিতা দিলে হবিগঞ্জ-লাখাই‘র প্রত্যন্ত অঞ্চলের আরো উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালিত হবে এবং সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউপি চেয়ারম্যান সাহেব আলী, ফরহাদ আহমেদ আব্বাস, আবুল কালাম বাবুল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা মাহববুর রহমান হিরু, আহমদ আলী, ফরিদ মিয়া, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সামাদ মেম্বার, জাকির হোসেনসহ সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা হল রুমে ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মক্তব ও মন্দিরে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রায় ১ কোটি টাকার সরকারী অনুদান প্রদান করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানসমুহের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন, যে সকল এলাকায় এখনো বিদ্যুতের আলো পৌছেনি সেসকল এলাকা চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল স্থানে বিদ্যুৎ পৌছে যাবে। তিনি সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুতের অভাব মেটানোর পাশাপাশি প্রাকৃতিক শক্তি ব্যবহারের জন্য জনগণের প্রতি আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj