বিশেষ প্রতিনিধি :
জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের নিউজ কভার করতে যুক্তরাষ্ট্র সফরের জন্য মনোনিত হওয়ায় সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যকে সংবর্ধনা প্রদান করেছে বাহুবল মডেল প্রেস ক্লাব। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী কাজী আলফু, মাওলানা নূরুল আমিন, এম. সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, এম. সামছুদ্দিন, ফয়সল আহমেদ চৌধুরী, পংকজ কান্তি গোপ, সেলিম আখঞ্জী, আজিজুল হক সেলিম, সোহেল আহমেদ, মনিরুল ইসলাম শামীম, সামিউল ইসলাম, এডভোকেট মিজান মিয়া, শামীনুর রহমান, আলাউদ্দিন, প্রদীপ বিশ্বাস, তারেক আহমেদ ও আফজল মিয়া প্রমুখ।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্টের নিয়র্ক সদর দপ্তরে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশন শুরু হবে। বাংলাদেশসহ বিশ্বের ৯৩টি দেশের রাষ্ট্রপ্রধান অধিবেশনে অংশগ্রহণ করবেন। উক্ত অধিবেশনের নিউজ কভার করার জন্য জাতীয় দৈনিক ভোরের কাগজের কুটনৈতিক প্রতিবেদক অভিজিৎ ভট্টাচার্য্য আগামী ১৭ সেপ্টেম্বর হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি প্লাইটে যুক্তরাষ্ট্র গমন করবেন ।
বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের বাসিন্দা অভিজিৎ ভট্টাচার্য্য বাহুবল মডেল প্রেস ক্লাব-এর নির্বাহী সদস্য। আর এবারই বাহুবলের কোন সাংবাদিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করছেন। এর জন্য বাহুবল মডেল প্রেসক্লাব সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যকে সংবর্ধনা দিয়েছ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj