প্রেস বিজ্ঞপ্তি :
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হসিনার আগামী অক্টোবর মাসে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
তিনি শনিবারে পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।
এমপি আবু জাহির বলেন, অক্টোবরের মহাসমাবেশে হবিগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেবে। আর এই লক্ষ্যে জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় সভায় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্নওয়াজ এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করতে ৯ টি উপজেলা ও ১টি পৌরসভায় পৃথক পৃথকভাবে বর্ধিত সভার আয়োজন করা হবে।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ মহাসমাবেশে যোগ দান করবে। যা হবে স্মরণকালের হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় গণজোয়ার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj