স্টাফ রিপোর্টার ॥
এবার স্প্রে পার্টির কবলে পড়েছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডাক্তারসহ ১০ বাসার লোকজন। স্প্রে নিক্ষেপের ফলে ওই সব বাসার অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একের পর এক স্প্রে নিক্ষেপ, আবার কোনো কোনো এলাকায় ছিনতাই হচ্ছে। শায়েস্তাগঞ্জবাসী প্রতিনিয়ত এমন ঘটনা ঘটায় আতংকে রয়েছেন।
গত বুধবার রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, পুরান বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান, ডাক্তার মাসুক আলী, বিরামচরের জাবেদ মিয়া, আব্দুল কাদির ও উদয়ন আবাসিক এলাকার মওলানা আব্দুস সহিদের বাসাসহ প্রায় ১০টি বাসায় স্প্রে নিক্ষেপ করে চুরির চেষ্টা করা হয়।
প্রত্যেক বাসার পরিবারের সদস্যরা বিষয়টি আচঁ করতে পেরে চিৎকার শুরু করলে ওই চক্রের সদস্যরা পালিয়ে যায়। তবে কোনো কোনো বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন জাবেদ মিয়ার স্ত্রী লিবনা বেগম (২৮), আব্দুল কাদিরের কন্যা রোজি (১০) ও ইসরাক (১০)। এ ছাড়াও আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন টানা ৭ দিন ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি। তারা এ বিষয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সাধারণ জনগণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj