স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন দাবি করে তার মরণোত্তর বিচার এবং পলাতক খুনীদের দেশে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি বলেছেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান। আর (জিয়ার স্ত্রী) বেগম খালেদা জিয়ার জ্ঞাতসারে ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল (তাদের ছেলে) তারেক রহমান। বিএনপি আজকেও দেশে মানুষ পোড়ানোর রাজনীতি করে।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, “সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। কিন্তু বিএনপি নিজেরা নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে এখন বলছে, জনগণকেও তঁারা নির্বাচনে যেতে দিবে না। এটা তো হতে পারে না। দেশের মানুষ বিএনপির এসব অযৌক্তিক কথাবার্তা প্রত্যাখ্যান করেছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল।
বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল।
আরও বক্তব্য রেখেছেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ সেবুল আহমেদ, আব্দুল কদ্দুছ দুলাই, যুগ্ম সাধারণ সম্পাদক সানিউল হক শুভ, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল, বাবুল চৌধুরী প্রমুখ।
হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj