স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে দেশের শীর্ষস্থানীয় কীটনাশক ও বালাইনাশক কোম্পানী মিমপ্রেস এ্যাগ্রোকেমিক্যাল কোম্পানীর রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের আমীর চান কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে এই সমাবেশে জেলার শীর্ষস্থানীয় খুচরা ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকার মেসার্স মীম এন্টারপ্রাইজ এই সমাবেশের আয়োজন করে।
মেসার্স মীম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী খলিলুর রহমান সুমন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামিম।
বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামালা, চেম্বার পরিচালাক আব্দুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। কোম্পানীর বিভিন্ন পণ্য ও বিপণন নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মিমপ্রেস এ্যাগ্রোকেমিক্যাল লিমিটেড এর জেনারেল ম্যানেজার ফরহাদ হোসেন। অনুষ্ঠানে কোম্পানীর রিজিওনাল সেলস ম্যানেজার গোলাম মোস্তফা ও সিনিয়র মার্কের্টি অফিসার মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
মিমপ্রেস এ্যাগ্রোকেমিক্যাল লিমিটেড এর জেনারেল ম্যানেজার ফরহাদ হোসেন জানান, তাদের কোম্পানীর বালাইনাশক, কীটনাশক ও আগাছানাশক কৃষকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। এই কোম্পানী পরিবেশের ক্ষতিকারক এমন কোন পন্য উৎপাদন করে না। কৃষকদেরকে ভেজাল থেকে রক্ষা করতে সকল খুচরা ব্যবসায়ীদেরকে সচেষ্ট থাকার আহবান জানান তিনি।
সমাবেশে খুচরা ব্যবসায়ীদেরকে আপ্যায়ন ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj