স্টাফ রিপোর্টার:
বিএনপি দেশকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল হবিগঞ্জ জেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বলেন, দেশে-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে চলা বিএনপির ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারলে দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে।
জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস মন্তব্য করে তিনি বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং চলবে। এই ষড়যন্ত্র কখনো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি। আগামীতেও ষড়যন্ত্র বিফলে যাবে। আওয়ামী লীগের জন্ম হয়েছে দেশের জনগণের অধিকার নিশ্চিতের লক্ষ্যে এবং জনগণের জন্য কাজ করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য।
হবিগঞ্জ পৌরসভার মাঠে ছাত্রলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে শেষে জেলা শহরে বিশাল শোকর্যালি বের করা হয়। এতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রায় সাত হাজার মানুষ অংশগ্রহণ করে বলে ছাত্রলীগ জানিয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন এবং সভাটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন।
সভায় আরও বক্তব্য রেখেছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj