স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশ স্বাধীন করার পর ধ্বংসস্তুপে পরিণত বাংলাদেশকে ঢেলে সাজাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তানের প্রেতাত্মারা সেটি হতে দেয়নি। সেই সময় তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রগতি রুখে দিয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট হবিগঞ্জ জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, দেশবিরোধীরা এখনও সক্রিয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন; সেই অগ্রগতির ধারা বন্ধ করতে রাজাকার-আলবদরের উত্তরসূরীরা নানা ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। কিন্তু তারা সফল হতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী পরিবারের সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
এর আগে তিনি নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj