আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৫আগষ্ট শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
সরজমিনে দেখাযায়,বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরের মাঠে ১৫আগষ্ট শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্থায়ী প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
১৫আগষ্ট(মঙ্গলবার)সকাল ১০টার দিকে বানিয়াচং উপজেলা ও আজমিরীগঞ্জ উপজেলার সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান,উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,এ্যসিল্যান্ড মোঃনাজমুল হাসান,
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন,পিআইও মলয় কুমার দাসসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত থেকে পুষ্প স্তবক অর্পন করেন।
এসময় বানিয়াচং উপজেলা আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে পুষ্প স্তবক অর্পণ করতে দেখা যায়।
এছাড়াও সকাল থেকে আওয়ামিলীগ এর নেতৃবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে অংশ নিতে দেখা যায়।
তারাও এই পুষ্প স্তবক অর্পন অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের মতো করে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্প স্তবক অর্পণ শেষে এডভোকেট আব্দুল মজিদ খান এমপিসহ উপজেলা আওয়ামিলী'র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন গুলোর নেতৃবৃন্দকে নিয়ে একটি শোক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে বানিয়াচং উপজেলা পরিষদের অডিটরিয়ামের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আলোচনা সভার পাশাপাশি উপজেলা প্রশাসন ও আওয়ামিলীগ এর পক্ষ হতে এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্হা ও মিলাদের আয়োজন করার খবর পাওয়া যায়।
এছাড়াও এই শোক দিবস উপলক্ষে জাতির পিতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া চেয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠান পালন করার কথা রয়েছে বলেও খবর পাওয়া যায়।
এদিকে এ রিপোর্ট লেখা কালীন সময়ে, উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত শোকসভা অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট আব্দুল মজিদ খান এমপি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে হত্যাসহ দলের গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে উপস্থিত নেতৃবৃন্দের উদ্যেশে বেলা ২টা ৭মিনিটে দীর্ঘ আধ ঘন্টার উপরে বক্তব্য প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj