আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে।
শুক্রবার ২৮ জুলাই সারাদেশের মাধ্যমিক শিক্ষা পর্যায়ের এসএসসি,দাখিল ও কারিগরি পরীক্ষার ফলাফল অনুযায়ী এগিয়ে আছে বানিয়াচংয়ের কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।
কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হার ৯৬.৩১ শতাংশ।
এসএসসিতে পাসের হার ৭১ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৫৭.৮৩ শতাংশ।
এসএসসি তে উপজেলার ২৭টি বিদ্যালয় থেকে মোট ৩ হাজার ২ শ ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ২ হাজার ৩ শ ২৫ জন। এর মধ্যে এ + পেয়েছেন ১ শ ২ জন।
পাসের হার ৭১ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৬ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ শ ৮৭ জন।
পাস করেছেন ১ শ ৬৬ জন। এ+ প্রাপ্ত কোন শিক্ষার্থী নেই। পাসের হার ৫৭.৮৩ শতাংশ।
অন্যদিকে কারিগরি শিক্ষায় উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১শ ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১ শ ৫৫ জন।
এ+ পেয়েছেন ১০ জন। পাসের হার ৯৬.৩১ শতাংশ।
উপজেলায় এসএসসিতে সবচেয়ে খারাপ ফলাফল করেছে উত্তর সাঙর উচ্চ বিদ্যালয়।
ওই বিদ্যালয় থেকে ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন মাত্র ২৮ জন।
কোন শিক্ষার্থী এ+ অর্জন করতে পারেননি। পাসের হার মাত্র ৩১.৮২ শতাংশ।
উপজেলায় সবচেয়ে বেশি এ+ পেয়েছেন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ওই বিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষার্থী এ+ পেয়েছেন।
এছাড়াও ১৪ টি বিদ্যালয়ের কোন শিক্ষার্থী এ+ প্রাপ্ত হন নাই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj