চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা-বাগান ও পাহাড়ি অঞ্চলে গরু চুরির হিড়িক পড়েছে।
জানা যায়,চুনারুঘাটের চানপুর, চন্ডীছড়া, চাকলাপুঞ্জি, সাতছড়ি এলাকায় প্রায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে অসহায় চা শ্রমিকদের ঘর থেকে কে বা কারা গরুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত এক মাসে চুনারুঘাটের উল্লিখিত পাহাড়ী অঞ্চল সমূহ হতে গরু চুরি হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রাতে পাহাড়ি এলাকাগুলোতে দেখা যায় না। আগে দেখা গেলেও টহল কার্যক্রম এখন নেই বললেই চলে।
চুরি যাওয়া গরুর মালিক রামগঙ্গার বাসিন্দা মতিন্ড ভৌমিক বলেন, আমার গরু সহ ৫ টি গরু এক রাতে চুরি হয়েছে। আমি দুধ বিক্রি সহ আমি গরু বিক্রি করার ইচ্ছে করেছিলাম। আমি এখন কি করব?
সুশীল নামের একজন বলেন, আমার গরুও চুরি গেছে। আমি গরু বিক্রি করে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু বিপদ ঘটে গেলো।
এ বিষয়ে জানতে চাইলে, সাতছড়ির হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, রাতের আঁধারে শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক। একজন চা শ্রমিক বা পাহাড়ে কাজ করা শ্রমিক একটি গরু বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে দিয়ে থাকেন। দুধ বিক্রি করে থাকেন। অসহায় চা শ্রমিকদের গরুগুলো চুরি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোন পদক্ষেপ লক্ষ্যণীয় নয়।
এ বিষয়ে জানতে চাইলে দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন বলেন, চোর ধরে সালিশ বিচার করা হয়েছে। আইনিভাবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী হয়তো তাদের গ্রেফতার করেনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj