হবিগঞ্জ প্রতিনিধি :
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। সোমবার (২৪ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং একাডেমিক ভবন প্রাঙ্গণ হতে মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা শুরু হয়।
এতে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর রঙ্গীন ফেস্টুন নিয়ে অংশ নেন মাৎস্যবিজ্ঞান অনুষদ সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে ২ নং একাডেমিক ভবনের সম্মুখে শোভাযাত্রাটি শেষ হয়।
এরপর জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি ও ব্লু ইকোনমি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, ক্রপ বোটানী বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক ও ডেপুটি রেজিষ্ট্রার মোঃ সাদেকুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষকদের অবদানের পাশাপাশি মাছ চাষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২০-২১ অর্থবছরে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। মৎস্যখাতে গবেষণায় আরও গুরুত্ব দিলে এই উৎপাদনের মাত্রা আরও বাড়ানো সম্ভব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক ডাঃ সালাউদ্দীন ইউছুপ, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক ডাঃ রহিমা আক্তার দীপা, মৎস্যচাষ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক ফারজানা খানম চাঁদনী, কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক মোহসীনা মোস্তারী লিজা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী, অ্যানিম্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক ডাঃ শিরিনা আক্তার তমা, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রভাষক ডাঃ জাকিয়া সুলতানা কলি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj