মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন বিভিন্ন এলাকায় ও বাজারগুলোতে অবাধে চলছে নকল ও ভেজাল পণ্যের রমরমা ব্যবসা। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গঁলি দেখিয়ে অধিক মুনাফার আশায় মাধবপুরে বিভিন্ন ইউনিয়নসহ পৌরসভার বাস ষ্ট্যান্ড ও বাজারের হোটেলগুলোতে দেদার পচাঁ বাসি খাবার ও ভেজাল পণ্যের বিক্রি হচ্ছে। ১/২ দিনের বাসি খাবার ঘুরিয়ে ফিরিয়ে কাষ্টমারদের খাওয়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে অহরহ। বিশেষ করে ভেজাল পণ্যের বিক্রি চলছে নিয়ন্ত্রণহীনভাবে। সাধারণ মানুষকে ভেজাল ও নকল পণ্য কিনতে হচ্ছে।
উপজেলায় এখন ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে- হোটেল, রেষ্টুরেন্ট, মিষ্টান্ন ভান্ডার, আইসক্রীম ফ্যাক্টরী, ভেজাল মসলা ও বেকারী। এসব দোকানগুলোর বেশির ভাগেরই কাগজপত্র নেই। সংশ্লিষ্ট বিভাগেরও এ নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। মাঝেমধ্যে প্রশাসন বিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে কিছু অর্থ জরিমানা করে।
জরিমানা দেওয়ার পর পরই হোটেল, রেষ্টুরেন্ট আবার একই নিয়মে একই পরিবেশে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরজমিনে জানা যায়, মাধবপুর পৌরসভা সদর সহ ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া, বুল্লা, শাহজাহানপুর, ছাতিয়াইন, জগদীশপুর, নোয়াপাড়া, বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন এলাকার অলিতে গলিতে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল খাদ্য ও ভেজাল মসলার দ্রব্য। অধিকাংশ রেষ্টুরেন্টের রান্নাঘরের পরিবেশ বেশি নোংরা। তাছাড়া এসব হোটেল রেষ্টুরেন্টের যেসব বালক কাজ করে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিধান থাকলেও বাস্তবে তা সম্পূর্ন অনুপস্থিত। এভাবেই মাধবপুরে অনেক নামী-দামী হোটেলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj