শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরশহরের রাস্তাঘাটের বেহাল দশা। যেনো দেখার কেই নেই। শহরের প্রধান কেন্দ্রস্থল রেলওয়ে পার্কিংয়ের তালুকদার মার্কেটের সামনের দৃশ্য দেখলে মনে হবে এটি সড়ক নয়-যেন খাল অথবা নালা। ফলে জনদুর্ভোগ বেড়ে যায়।
বিশেষ করে পথচারী চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে।
রবিবার(২৮জুন) দুপুরে শায়েস্তাগঞ্জে প্রচুর বৃষ্টি হলে শহরের কয়েকটি স্থানে পানি জমে থাকে।
দাউদনগর বাজারের সুমন প্লাজার সামনে ফুটপাত ধরে হাটছিলেন প্রাইমারী স্কুলের দুই মহিলা শিক্ষক। হঠাৎ তাদের পাশ দিয়ে সিএনজি বেশ বেগে চলে গেলে রাস্তার ময়লা পানি ছিটে ওই দুই শিক্ষকের গায়ে পড়লে তারা অভাক হয়ে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না।
একই দিন বিকালে শহরের আলীগঞ্জ বাজারে চান্দের গাড়ী রাস্তার ময়লা পানি ছিটিযে যায় পথচারীদের গায়ে। বৃষ্টির দিনে শায়েস্তাগঞ্জ শহরের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে পথচারী চালকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে থাকে।
সুমন প্লাজার সামন ছাড়াও কে আলী প্লাজার সামন, প্রেসক্লাব সড়ক, ড্রাভারবাজার থেকে স্টেশন রোড, উদয়ন আবসিক এলাকা।
উদয়ন আ/এ বাসিন্দা সাংবাদিক মোঃ আব্দুর রকিব জানান, থানা রোডের তাদের এলাকায় সড়কের কিছু স্থান দীর্ঘদিন ধরে ভাঙ্গা। বৃষ্টি হলে ভাঙ্গা স্থানে পানি জমে থাকে। গাড়ি চলাচলের সময় কোন পথচারী ওই স্থান দিয়ে নিরাপদে পারাপার হতে পারে না।
আলীগঞ্জ বাজারের লন্ডি ব্যবসায়ী জানান তার দোকানের সামনে অনেকদিন ধরে সড়কের কিছু স্থান ভাঙ্গা। গত কয়েক মাস আগে ভাঙ্গা স্থান মেরামত করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই স্থানে আবার ভাঙ্গন দেখা দিয়েছে। বৃষ্টির দিনে রাস্তার ভাঙ্গা স্থানে পানি জমে থাকে। ফলে দোকানের টেবিলের কাপড় চোপর ইস্ত্রি করতে পারি না।
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম জানান, পৌর পরিষদের পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না হওয়ায় বৃষ্টি পানি নিষ্কাষণ হচ্ছে না। ফলে সহজেই রাস্তার স্থানে স্থানে পানি জমছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj