শায়েস্তাগঞ্জ সংবাদদাতাঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের কটন মিল শ্রমিক রাসেল মিয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রায় ২ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ খুনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ নিয়ে বিচারবঞ্চিত হওয়ার শঙ্কাসহ হতাশায় ভুগছেন মামলার বাদি নিহত রাসেল মিয়ার মা মাফুল আক্তার ও তার পরিবারের সদস্যরা।
জানা যায়, গত ৬ মে বিকালে কর্মস্থল অলিপুরের তাফরিদ কটন মিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রাসেল মিয়া (২৫) । সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১০ মে শায়েস্তাগঞ্জ থানায় নিখোঁজের বিষয়টি অবগত করেন তার পরিবার ।
পরদিন ১১ মে সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার শাহজীবাজার বন ভিটের দুর্গম পাহাড়ি এলাকার আকাশি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। এই ঘটনায় নিহত রাসেল মিয়ার মা মাফুল আক্তার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাসেল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হ্যাপি আক্তার, শারমিন আক্তার, আলাউদ্দিন এবং তাজুল মিয়া নামে ৪ জনকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা সবাই জামিনে আছেন।
নিহত রাসেল মিয়ার বড় ভাই রায়েল মিয়া অভিযোগ করে বলেন, বারবার পুলিশের সাথে যোগাযোগ করা হলে অচিরেই ঘটনার রহস্য উদঘাটন হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়। কিন্তু এতবড় চাঞ্চল্যকর ঘটনার দুই মাস অতিবাহিত হলেও এখনও কুল-কিনারা না পাওয়ায় আমরা হতাশ।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলাটি তদন্তাধীন আছে এখনো মন্তব্য করার মত কোন ক্লু পাওয়া যায়নি। বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে তারা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আসছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj