রুবেল মিয়া, মাধবপুর থেকে :
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে বেজুড়া পর্যন্ত ৩০মিনিটের মধ্যে পৃথক পৃথক স্থানে ৫টি সড়ক দুর্ঘটনা ঘটে।
শনিবার (১জুলাই) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট এর মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে।
আন্দিউড়া এবং বেজুড়ার মাঝামাঝি স্থানে একটি পিকআপ এবং মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষিত হলে দুটিই নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার সাইটে পরে যায়। পরে সরকারী রেকার এসে গাড়ি গুলো নিয়ে গেলে, কিছুক্ষণ পরই আন্দিউড়া বাসস্টেন্ড একটি কাঠালবাহী ডিআই পিকআপ নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তায় উল্টে যায়।
এর কিছুক্ষণ পরই বেজুড়া নামক স্থানে একটি সিএনজি নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে গিয়ে রাস্তার নিছে পড়ে যায়। গাড়ি গুলোতে থাকা ড্রাইভাররা আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় লোকজন এবং ড্রাইভাররা বলেন, কিছুদিন আগে রাস্তায় নতুন কাজ করার সময় রাস্তায় অতিরিক্ত বিটুমিন দেওয়া হয়, প্রচুর তাপদাহে বিটুমিনগুলো গরম হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে সমতল হয়ে যাওয়াতে হালকা বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। এতে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করতে গেলে নিয়ন্ত্রণ হাড়িয়ে যায়।
ড্রাইভাররা আরো বলেন, আগে রাস্তায় এতটা নিয়ন্ত্রণ হাড়াতো না,বিটুমিন অতিরিক্ত হওয়াতে সড়কে যানচলাচলে সমস্যা হয়ে দাঁড়ায়।
স্থানীয় লোকজন এবং গাড়িচালকদের কথা মতে, গত ১ মাসে মাধবপুর বাজার থেকে তেমুনিয়া পর্যন্ত বার বার সড়ক দূর্ঘটনা ঘটে, এতে অনেকেই প্রাঁন হাড়িয়েছে এবং আহত হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj