প্রেস বিজ্ঞপ্তি :
শহীদ প্রোটন দাসের হত্যা দিবসে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন বুধবার বিকেল ৫.০০ ঘটিকায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক জাতীয় পরিষদ সদস্য এবং ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শহীদ প্রোটন দাস গুপ্তের ২৪ তম হত্যা দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ, হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক নিপু ভৌমিকের সঞ্চালনায় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের প্রাথমিক সদস্য অনিরুদ্ধ রায় রুদ্রের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি প্রণব কুমার দেব, হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি মাহমুদা খা, হবিগঞ্জ জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক আনাস মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ইমদাদ মোহাম্মদ।
এতে আরো উপস্থিত ছিলেন প্রীতিলতা ব্রিগেড, হবিগঞ্জের সমন্বয়ক স্বর্ণা রায় এবং সদস্য নিবেদিতা রায়। উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের কর্মী ধীরেন্দ্র মুন্ডা, শরৎ চাষা প্রমুখ। আলোচনা সভায় শহীদ প্রোটনের বীরত্ব এবং ত্যাগের ইতিহাস নতুনদের সামনে তোলে ধরা হয়।
তারা বলেন দীর্ঘ ২৪ বছর পূর্বে ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রোটন দাস গুপ্তকে হত্যা করেছিল হবিগঞ্জের লাখাই উপজেলার সন্ত্রাসীরা। প্রোটন দাসের অপরাধ ছিল উনি তখনকার সময়ে হবিগঞ্জের লাখাইয়ের দূর্নীতিবাজদের বিরুদ্ধে নিজ এলাকার মানুষদের সাথে নিয়ে একটি দূর্বার গণ-আন্দোলন গড়ে তুলেছিলেন।
দুর্নীতিবিরোধী সেই আন্দোলনের ভয়ে ভীত হয়ে তৎকালীন দলের দূর্নীতিবাজরা একাট্টা হয়েছিল। সেই আন্দোলনে গণ মানুষের ঢেউ দেখে ঐ সকল দূর্নীতিবাজরা ভয় পেয়েছিল যার প্রেক্ষিতে তারা প্রোটন দাসকে হত্যা করে আন্দোনলকে দমানোর জন্য। ১৯৯৯ সালের ১৪ জুন হবিগঞ্জ বাসস্ট্যান্ডে প্রোটন দাসের উপর হামলা করে সন্ত্রাসীরা।
তাঁকে গুরুতর জখম করে বাস স্টেশন সংলগ্ন পুকুরে ফেলে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১ টায় মৃত্যুবরণ করেন তিনি। আজও প্রোটন হত্যার বিচার হয়নি।
শোষণহীন সমাজ বিনির্মানের একজন বিপ্লবী সৈনিক ছিলেন শহীদ প্রোটন। প্রোটনের লড়াকু জীবন -সংগ্রাম আমাদের আন্দোলিত করে, আমাদের আন্দোলনকে সামনের দিকে ধাবিত করে। যে আদর্শ নিয়ে প্রোটন দাস নিজের জীবনের তোয়াক্কা না করে লড়েছিলেন সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj