নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ উদ্বোধন হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে শায়েস্তাগঞ্জ পৌরসভা ও নূরপুর ইউনিয়ন পরিষদের একাদশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা, পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কামাল মিয়া,যুগ্ম-সম্পাদক জামাল আহমেদ অনিক ও আব্দুল মালেক প্রমুখ।
খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই শায়েস্তাগঞ্জ পৌরসভার পক্ষে নোমান গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। তবে এ লিড বেশি সময় ধরে রাখতে পারেনি শায়েস্তাগঞ্জ পৌরসভা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেলান্টি থেকে গোল আদায় করে সমতায় ফিরে নুরপুর ইউনিয়ন। পেলান্টি থেকে গোল করেন নুরপুর ইউনিয়নের অধিনায়ক মাহফুজ।
দ্বিতায়ার্ধে উভয় দলই মুহমুহ আক্রমন করে কিন্তু ৯০ মিনিট শেষে ১ -১ গোলে ড্র হয়।
ট্রাইবেকার শর্টে খেলার ফলাফল নির্ধারন করা হয়।
ট্রাইবেকারে শায়েস্তাগঞ্জ পৌরসভা ৫-৪ গোলে জয়লাভ করে। এ জয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা ফাইনালে পৌছে গেল। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj