স্টাফ রিপোর্টার :
খেলাধূলা মানুষকে মাদকসহ সবধরণের খারাপ কাজ থেকে দূরে রাখে। একেকজন খেলোয়ার একটি প্রতিষ্ঠান, এলাকা অথবা দেশের প্রতিনিধিত্ম করার সুযোগ পায়। তাই আমাদের তরুণ প্রজন্মকে খেলাধূলায় আগ্রহী করার বিকল্প নেই।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বিকেলে আধুনিক স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, খেলাধূলার চর্চা মানুষকে আত্মবিশ্বাসী করে। যে আত্মবিশ্বাস সারাজীবন কাজে লাগে। এজন্য আওয়ামী লীগ সরকার বছরজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে খেলাধূলা আয়োজন করে থাকে।
সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে জানিয়ে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগের দেওয়া ডিজিটাল বাংলাদেশের ঘোষণা আজ বাস্তব। আজকের তরুণ সমাজই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। বর্তমান সরকার তরুণদের সেরকমভাবেই প্রস্তুত করতে চায়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট সরকারি কলেজ। খেলায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বানিয়াচং উপজেলার শচীন্দ্র ডিগ্রী কলেজকে পরাজিত করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম ও শচীন্দ্র ডিগ্রী কলেজের সভাপতি শরীফ উল্ল্যাহ প্রমুখ।
জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ১৬টি কলেজ অংশ নেয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সিলেটে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj