স্টাফ রিপোর্টার :
একসময় দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকজন চিকিৎসা বঞ্চিত থাকলেও এখন আর সেই অবস্থা আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত সেই অঞ্চলগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন; এসব এলাকায় শহরের সকল সুবিধা করে দিয়েছেন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, রেডক্রস বা রেড ক্রিসেন্ট এমন একটি সংস্থা যারা যে কোনো দুর্যোগে দুর্ঘটনা কবলিত মানুষের পাশে এসে দঁাড়ায়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর কার্যক্রম অব্যাহত রয়েছে। হবিগঞ্জেও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ সংস্থা।
অনুষ্ঠানে ২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ও তেঘরিয়া ইউনিয়নে বছাই করা ৪শ’ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। পরিবারকে নগদ টাকা সাড়ে ৪ হাজার করে মোট ১৮ লাখ টাকা ও সব্জির বীজ দেওয়া হয়।
হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, যুবলীগ নেতা শফিকুজ্জামান হিরাজ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ মোতালিব, কায়সার আহমেদ, রেড ক্রিসেন্টের কর্মকর্তা পংকজ কুমার সরকার প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj