হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় করা বিস্ফোরক মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাব উদ্দিনের আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিনসহ বিএনপির অর্ধশতাধিক আইনজীবী। বাদীপক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় শ্যোন অ্যারেস্টে হয়ে কারাগারে থাকা সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছের পক্ষে এর আগে গত ২১শে জুন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে জামিন চাওয়া হলে তা নামঞ্জুর হয়।
শুক্রবার জেলা ও দায়রা জজে শুধু আরিফুল হকের জামিন প্রার্থনা করা হয়। আদালত সূত্র জানায়, আরিফুল হকের পক্ষে তার আইনজীবীরা দীর্ঘ শুনানি করে তার জামিন প্রার্থনা করলেও চাঞ্চল্যকর মামলা হওয়ায় বিচারক জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১২ই মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার জেলে থাকা আসামিদের বিস্ফোরক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১রা জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও আলহাজ জি কে গউছসহ কারাগারে থাকা সব আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এতে আহত হন বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপিসহ ৪৩ জন।
এ ঘটনায় আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান এমপি বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। হত্যা মামলার বিচারের কাজ শুরু হলেও বিস্ফোরক আইনে করা মামলাটির এখনও সম্পূরক চার্জশিট দেয়া হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj