স্টাফ রিপোর্টার :
নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গবাদি পশু, নগদ টাকা, ধানসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে জগৎজোতি দাশ, জগদীশ চন্দ্র দাশ, রনবির চন্দ্র দাশ, রতন চন্দ্র দাশ, নিগন দাশ, লিটন কুমার দাশ, ইন্দ্রোমনি দাশ, কলাবাত দাশ, সন্তোশ দাশ, প্রেমতোষ দাশ, কাজল দাশের মালিকানাধীন বসতঘরসহ ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ১৫ টি বসতঘর, ১০টি গবাদি পশু, ২ হাজার মন ধানসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমানের নেতৃত্বে একদল ফায়ারকর্মী ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ১৫টি পরিবার। খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে তারা।
এ প্রসঙ্গে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই, প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুণে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ২ কোটি টাকার মালামাল উদ্ধার করেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj