বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে শত শত কাঁচা,আধাপাকা ও ছাপড়া ঘরের ব্যাপক ক্ষতি সাধন ও হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে গেছে। রবিবার বিকেলে লাখাইয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে গ্রামের কাঁচা,আধাপাকা, ও ছাপড়া মাটির সাথে মিশে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে উপজেলার বিভিন্ন হাটবাজার।
উপজেলার অন্তম বাজার বুল্লাবাজার এর অনেকে হোটেল, স্থায়ী দোকানঘর,ও অস্থায়ী ছাপড়া ঘর ঝড়ের কবলে পড়ে উড়ে গেছে। হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে এবং অনেক গ্রামীণ সড়কেও ছোটবড় গাছপালা উপড়ে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে সংবাদ পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক এর যানচলাচল স্বাভাবিক রাখতে উপরে পড়া গাছপালা অপসারণ করছে।খোঁজ নিয়ে জানা যায় কালবৈশাখীঝড়ে বেশী ক্ষতিসাধিত হয়েছে বুল্লা বাজার,পূর্ববুল্লা,পশ্চিম বুল্লা,সিংহগ্রাম,পূর্ব সিংহগ্রাম,মনতৈল,করাবসহ বেশ কয়েকটি গ্রাম।
এ বিষয়ে বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব জানান বুল্লাবাজারে প্রায় ৫০ টি স্থায়ী দোকান ও শতাধিক ছাপড়া ঘর ঝড়ের কবলে ক্ষতিগ্রস্থ হয়েছে।
ব্যবসায়ীদের মালামাল অরক্ষিত হয়ে পড়েছে। এ অবস্থায় বাজারের নিরাপত্তা ও মালামাল চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কে জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj