বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুর বেলা স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এর প্রতিনিধি উপপরিদর্শক ( এস,আই) মৃদুল কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
আলোচনায় অংশ নেন বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলার ক্রীড়া সংস্থার সম্পাদক ফজলে এলাহি ফরহাদ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম প্রমখ।সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ইউ/ পি সদস্য, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ ১১০ জনের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে।
সভায় জানানো হয় উপজেলার ৬ টি ইউনিয়ন এর পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ১৮ মে/২৩ থেকে ২৬ জুন/২৩ স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
এর মধ্যে ৪ নম্বর বামৈ ইউনিয়ন এ ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত,৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫ মে থেকে ২৮ মে এবং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে ২৯ মে থেকে৩১ মে পর্যন্ত,৫ নম্বর করাব ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে ১ জুন থেকে ৬ জুন,৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত,১ নম্বর লাখাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে ২০ জুন এবং ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
সভায় বক্তৃতাগন বলেন স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কালে সকল জনপ্রতিনিধি সহ সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে এবং এবং উপজেলার সকল নারীপুরুষ যাতে যথাযথভাবে স্মার্ট কার্ড পায় তা নিশ্চিতে কাজ করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj