এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় তিন স্কুল ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আহত শিক্ষার্থীরা হচ্ছে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী চিমটিবিল খাসপাড়া গ্রামের শাহিন মিয়ার মেয়ে শামীমা (১১), জসিম মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার (১২) ও আইয়ুব আলীর মেয়ে সুলতানা (১২)।পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করেছে বলে জানা যায়।আহত তিন ছাত্রী স্থানীয় চিমটিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় চুনারুঘাট থানায় এক ছাত্রীর অভিভাবক (মা সাফিয়া খাতুন) বাদী হয়ে গত রাতে স্বপন মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগটি করেছেন।অভিযোগে জানা যায়, সীমান্তের চিমটবিল খাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে স্বপনের বাড়ির সামনে চলার পথে স্বপন সজীবসহ তার লোকজন গতিরোধ করে শিক্ষার্থীদের মারধর করে।এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের কবল থেকে শিশুদের উদ্ধার করেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম জানান,তিন ছাত্রীকে মারধরের ঘটনা স্কুলের শিক্ষিকা জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
চুনারুঘাট থানার এসআই মহসিন আহমেদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত চলমান রয়েছে বলে জানান।
আহত তিন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj