নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
নবীগঞ্জের বাংলা বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে গতকাল শনিবার বিকালে একদল দূর্বৃত্তের হাতে আল মদিনা ফার্মেসীর সত্ত্বাধিকারী ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী ইকবাল গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজন তাকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার হাতে রগ কর্তন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এদিকে হামলাকারী ওই সময় উক্ত ফামের্সীতে হামলা করে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারে অবস্থিত আল মদিনা ফামের্সীর মালিক ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী চিকিৎসা বাবদ একই ইউপির এনাতাবাদ গ্রামের হাসিম উল্লার ছেলে ইউনুস মিয়ার কাছে কিছু টাকা পাওনা ছিল। গতকাল শনিবার বিকালে পাওনা টাকা চাইতে গিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় ইউনুস মিয়া তার দলবল নিয়ে উক্ত ফামের্সীতে হামলা চালায়। এতে ফামের্সী ব্যাপক ভাংচুর ও মুল্যমান মালামাল লুটপাট করে। এ সময় ডাঃ ফখরুল বাধাঁ দিতে চাইলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে সিলেট প্রেরন করা হয়। আহত ফখরুলৈর হাতের রগ কর্তন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে আহত ফখরুল জানান, হামলাকারীরা তার দোকান ভাংচুর ও লুটপাট করে প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এরমধ্যে বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের সীম, ফ্লেক্সিলোডের সীমসহ মূল্যমান মালামাল রয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিব চৌধুরী বাবু, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও ইউপি মেম্বার আব্দাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে। এ ব্যাপারে হামলাকারী ইউনুস মিয়া জানান, ডাঃ ফখরুল ইসলামের আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি নিজে নিজেই তাদেরকে ফাসাঁনোর জন্য হাতে জখম করেছেন। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj