নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
নবীগঞ্জের প্রেমিক যোগল একে অপরের হাত ধরে ঘরবাধাঁর স্বপ্ন নিয়ে অজানার উদ্দেশ্যে ফাড়ি জমিয়েছে। এ ঘটনায় এলকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিকে উক্ত প্রেমিক-প্রেমিকা গত ২৫ জুন বি-বাড়িয়া বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাশাপাশি একই এলাকার কাজী মাওলানা মোঃ ইসলাম উদ্দিন (দুলাল)এর মাধ্যমে নিকাহ রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। অপর দিকে প্রেমিকা তালেকজান বেগমের (২২) পিতা আক্কাছ আলী তার মেয়েকে অপহরন করা হয়েছে মর্মে নবীগঞ্জ থানায় প্রেমিক মোঃ রুবেল মিয়া (২৩)কে আসামী করে একটি দরকায়স্থ দাখিল করেছেন। পিতার অভিযোগের বিষয়ে তালেকজান জানান, তাকে কেউ অপহরন করেনি। সে স্বেচ্ছায় ভালবাসার টানে প্রেমিক রুবেলের হাত ধরে পালিয়ে এসেছে। বর্তমানে তারা স্বামী-স্ত্রী হিসেবে সুখে আছে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ আক্কাছ আলী প্রাপ্ত বয়স্কা কন্যা তালেকজান বেগম (২২) একই গ্রামের মিন্নত আলীর ছেলে রুবেল মিয়া (২৩)’র সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি উক্ত প্রেমিক যোগল ভালবাসার টানে একে অপরের হাত ধরে অজানার উদ্দেশ্যে ফাড়ি জমায়। এ নিয়ে এলাকায় মূখরোচনক আলোচনার সৃষ্টি হয়। ইতিমধ্যে রুবেল মিয়া ও তালেকজান বি-বাড়িয়া জেলা সদরের রোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেভিট করে এবং একই এলাকায় কাজী অফিসে নিকাহ রেজিস্ট্রি সম্পন্ন করেছে। কিন্তু প্রেমিকা তালেকজানের পিতা মূল ঘটনাকে আড়াল করে রুবেল ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপহরনের অভিযোগ এনে থানায় একটি দরকায়স্থ দাখিল করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj