দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রাম সংলগ্ন মহাসড়কের কাঠালতলীতে বেলা ১১ টায় সড়ক দুর্ঘটনায় কালা মিয়া নামে ১জন নিহত হয়েছেন।
৩ মে রোজ বুধবার বেলা ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর কাঠালতলি নামক স্থানে, ঢাকা গামী শ্যামলী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাজী আব্দুর রহমান কালামিয়া (৭০) কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত হাজী আব্দুর রহমান কালামিয়ার গ্রামের বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম নসরতপুর সিপাহী বাড়ি।
ঘাতক বাস টিকে তাৎক্ষণিকভাবেই আল আমিন রেস্তোরাঁর সম্মুখে আটক করা হয়। কালামিয়ার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নামে । স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন।
নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন কামাল এর মধ্যস্থতায় জনতা অবরোধ তুলে নেন।
[caption id="attachment_94428" align="alignnone" width="810"] নিহত হাজী আব্দুর রহমান কালা মিয়া (ফাইল ছবি)[/caption]
এলাকাবাসীর দাবি নুরপুর কাঠমলতলী ও নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এই এলাকাটিতে মহাসড়কের উপরে গতি প্রতিরোধক ( আইল্যান্ড) দুইটি স্থাপনের জোর দাবি জানালে তাৎক্ষণিকভাবেই মধ্যস্থতাকারীগণ আশ্বাস প্রদান করলে স্থানীয় জনতা, জনগণের এবং যাত্রী সাধারণের দিক বিবেচনা করে অবরোধ তুলে নেন।
মৃত হাজী আব্দুর রহমান এর এক কন্যা ও পাঁচ পুত্র সন্তান, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত ব্যক্তির লাশ দেখে গ্রামের শত শত মানুষ কান্নায় ভেঙে পড়েন। পরিবারের অনেককেই মোর্চা যেতে দেখা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj