বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে অব্যাহত তাপদাত ও অসহনীয় গরমে বাড়ছে ডায়রিয়া ও পেট পীড়ার রোগির সংখ্যা।
রবিবার (৩০ এপ্রিল) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নারী, পুরুষ ও শিশু সহ ৩৫ জন রোগি ডায়রিয়া ও পেট ব্যাথার রোগি ভর্তি আছে।কিন্তু কাংখিত বেড সংকট থাকায় বেড না পেয়ে শিশু রোগীর ক্ষেত্রে ডাবলং ও নারী পুরুষের জন্য মেঝেতে আসন পেতে দেওয়া হচ্ছে।
এদিকে ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৫০ শয্যায় উন্নীত ও অবকাঠামোগত উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রশাসনিক অনুমোদন না হওয়ায় এর কার্যক্রম ও বেড সংখ্যা বৃদ্ধির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেবা প্রার্থীরা। খোঁজ নিয়ে জানা যায় রবিবার ৩০ এপ্রিল হাসপাতালে নারী রোগী ২০জন পুরুষ ১০ জন ও শিশু রোগী ৫ জন ভর্তি আছেন।
এ ব্যপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃকাজী শামসুল আরেফীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের অনিয়ম, ও বাসী খাবার খাওয়ার কারনে মানুষ এ সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও খোলা ল্যাট্রিন ব্যবহার, খাবারের পূর্বে ভাল ভাবে হাত না ধোয়ার কারনে এ রোগে আক্রান্ত হওয়ার মূল কারন।
তিনি আরো বলেন যে পর্যন্ত ৫০ শয্যা হাসপাতাল চালু না হচ্ছে ততদিন পর্যন্ত বেড সংকট থেকে বেড়িয়ে আসা সম্ভব হবেনা। তিনি আরো বলেন ডাক্তারের সংকট তাই রোগিদের সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এ সব রোগ থেকে বেড়িয়ে আসতে হলে গনসচেতনতা গড়ে তুলতে হবে। তবুও আমরা আমাদের সাধ্যানুযায়ী সেবা দিয়ে যাচ্ছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj