মতিউর রহমান মুন্না : নবীগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় বিদ্যুত ক্যাম্প ও বিএল কোর্স গত বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্কাউট সভাপতি নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূফর রহমানের সভাপতিত্বে এবং আলী আমজাদ মিলনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাদারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম,প্রধান শিক্ষক মোঃ লূফুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,মাধ্যামিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রদীপ রঞ্জন দাশ,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য করুনাময় দে বাচ্চু, রুপায়ন চক্রবর্তী,অরবিন্দু রায়,প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া,সহকারী প্রধান শিক্ষককুবাদুর রহমান,শিক্ষক সলিল কুমার দাশ,ক্রীড়া শিক্ষক মহি উদ্দিন আখন্দ,ক্রীড়া শিক্ষক হুমায়ুন কবীর,শিক্ষক রাজীব কুমার দাশ,পারভীন বেগম,কৃপাসিন্ধু নাথ,মনর উদ্দিন প্রমূখ। বক্তরা বলেন, সকলের বাসাবাড়ীতে অকারনে বিদ্যুতের লাইট জ্বালিয়ে ও গ্যাসের চুলা চলমান না রেখে বিদ্যুত সাশ্রয়ী হওয়ার জন্য আহবান জানান।