আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার হাতে আপন চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
নিহতের নাম মোশাররফ মিয়া(৪০)।নিহত ব্যাক্তি বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া রাজপাড়া(মাষ্টার বাড়ির)মৃত মোশাহিদ উদ্দিনের পুত্র।
শুক্রবার বিকাল সোয়া ৫ টার দিকে এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটে। ঘাতক ভাতিজা শাহিন মিয়া(২৫)।
সে নিহতের আপন বড়ভাই ওমান প্রবাসী আশ্বব আলীর পুত্র।
এই ঘটনার পর ঘাতক শাহীনকে এলাকাবাসী আটক করে থানা পুলিশ কে খবর দিলে পুলিশকে খবর দিলে ফাড়ি ইনচার্জ এসআই ফারুকসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকারী শাহিন ও তার চাচার একটি ডোবায় কাজকরা অবস্থায় তর্ক বির্তক হয়।
এক পর্যায়ে শাহীন তার মায়ের নিকট ৫ হাজার টাকা চেয়ে না পেয়ে ঘরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এবং মা ও বোনকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে আটকে রাখার চেষ্টা করে।
এই অবস্থায় চাচা মোশাররফ মিয়া ভাবি ও তার ভাতিজিকে তার হাত থেকে উদ্ধার করতে গেলে ভাতিজা শাহিন মিয়া তার হাতে থাকা দা দিয়ে চাচার উপর হামলা করে মোশাররফ মিয়া
গুরুতরভাবে আহত হন।
পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় মোশাররফ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের সাথে মুঠোফোনে সাড়া না পাওয়ায় ওসি(তদন্ত)আবু হানিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
এবং ঘাতক শাহিনকে বানিয়াচং থানায় রাখা হয়েছে।
এছাড়া লাশের পোস্ট মর্টেমের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj