বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীরা হলেন সোহাগ মিয়া, আমিরুল ইসলাম প্রকাশ আমীনুল, ও মামুন মিয়া।
লাখাই থানার পুলিশ সুত্রে জানা যায় বুধবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিওিতে ও উর্ধতন কতৃপক্ষের নির্দেশে লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ( এস আই) ভজন চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ স্বজনগ্রাম নৌকা ঘাট এলাকায় বিকাল সাড়ে চারটায় অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাতুরগাও এর আশ্বব আলীর ছেলে সোহাগ মিয়া (২৪) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী গ্রামের মৃত হক মিয়ার ছেলে আমিরুল ইসলাম প্রকাশ আমীনুল (২১) দের হেফাজতে থাকা আড়াই কেজি গাঁজা জব্দ করতঃ আসামীদের আটক করে।
এ ঘটনায় উপপরিদর্শক ( এস আই) ভজন চন্দ্র দাস বাদী হয়ে লাখাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও/সি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় এস আই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুধবার (১২ এপ্রিল) দিবাগত ভোর সাড়ে চারটায় বামৈ মারুগাজ শাপি মিয়া সরদারের বাড়ীর পাশে ইট সলিং রাস্থায় এক ব্যাক্তি কে দাড়ানো অবস্থায় দেখতে পেয়ে একটু সামনে এগুতেই আাসমী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আসামীকে ধৃত করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার বামৈ মারুগাছ গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মামুন মিয়া (৪০) এর শরীরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে।
ইয়াবা সহ আসামী কে থানায় নিয়ে আসে এবং তার বিরুদ্ধে মাদক আইনে এস আই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসমাী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া জানান এ অভিযান অব্যাহত আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj