আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুশিয়ারা গ্রামের সাবেক মেম্বার শীষ আলী ও সাবেক মেম্বার আজমান মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে গ্রামের সম্পত্তির হিসাব নিয়ে বিরোধ চলে আসছিলো।এমনকি এই বিষয়টি নিয়ে কয়েক বার দফায় দফায় শালিস হয় মিমাংসার জন্য তারপরও এক পক্ষ মানতে নারাজ ছিলো।সর্বশেষ উক্ত বিষয়টি সমাধান করে দেন হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার ৩য় বারের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
কিন্তু সেই আবারও সালিশের রায়ে নারাজ ছিলেন এক পক্ষ।
এলাকাবাসী সূত্র আরও জানাযায়,সেই পূর্ব বিরোধের ধারাবাহিকতায় ৮ এপ্রিল(শনিবার)গ্রামের লোকজনকে নিয়ে এক সালিসের আয়োজন করেন সাবেক দুই মেম্বার।
শালিসে তাদের গ্রামের সম্পত্তির আয়ের টাকা পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন এসব বিষয়ের উপর ভিত্তি করে তর্ক বির্তকের সৃষ্টি করে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
তারপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র,সস্র ও
লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
উভয় পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে শীষ আলী মেম্বারের ভাতিজা মৃত ধলাই মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া(২৫)মারা যান।এবং সংঘর্ষে আরও ৩০জনের মতো আহত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে যায় পুলিশ।
এবং তারা প্রান প্রন চেষ্টা চালিয়ে ও টিয়ারশেল,রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দিয়ে তাদের আওতায় নিয়ে আসেন বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে সর্বশেষ খবর জানতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের সাথে যোগাযোগ করা হলেও কোন সাড়া না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।তবে তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে রয়েছেন বলেও একটি সূত্র নিশ্চিত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj