নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ- সাকুয়া টুকের বাজার সড়কে কার্পেটিং কাজে ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও নিন্ম মানের কাজের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষিপ্ত হয়ে উটেছে এলাকাবাসী। কাজের গুণগত মান ভাল না করলে তারা যেকোন সময় রাস্তার কার্পেটিং কাজ বন্ধ করে দেয়ার হুমকী প্রদান করেছেন।
অভিযোগে জানাযায়, উক্ত এলাকাবাসীর দাবী প্রেক্ষিতে র্দীঘ প্রতিক্ষার ফসল ওই রাস্তায় কার্পেট কাজের দায়িত্ব পান হবিগঞ্জের জনৈক ঠিকাদারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে নিন্ম মানের মালামাল ব্যবহারসহ কাজের গুণগত মান খুব খারাপ করে আসছেন। যা কিছু দিনের মধ্যে ভেঙ্গে স্ব অবস্থায় ফিরে যেতে পারে। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন ওই রাস্তাটি দায়সারা ভাবে কাজ করলে জনদূর্ভোগ চরম আকার ধারন করবে। স্থানীয় লোকজন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দিয়েছেন বলে জানাগেছে। এলাকাবাসী জানান, তাতে কোন কাজ না হলে ঐক্যবদ্ধ ভাবে নিন্মমানের কাজের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। তাদের অভিযোগ স্থানীয় এলজিইডি অফিসের সাথে আতাত করেই ওই রাস্তায় ব্যাপক অনিয়ম হচ্ছে। এনিয়ে এলাকাবসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করা প্রয়োজন বলে দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj