এফ,এম খন্দকার মায়া, চুনারুঘাট :
পল্লীকবির "আসমানী" চুনারুঘাটের গিয়াসউদ্দিন দম্পতি কে তথ্যের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর বাসগৃহ উপহার দেয়ার আশ্বস্ত করা হয়েছে।
অনেক বছর আগে পল্লীকবি জসীমউদ্দীন তাঁর "আসমানী" কবিতায় লিখেছিলেন-
"বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।"
পবিত্র রমাদানের রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ারকৃত একটি ভিডিও দেখে পল্লীকবি জসীমউদ্দীন এর "আসমানী" কবিতার কথা খুব মনে পড়ে যায়।
উপজেলার ২নং আহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ এর অন্তর্গত রানীকোট বেড়িবাঁধ গ্রামের গিয়াসউদ্দিন দম্পতির জরাজীর্ণ ঘরের ভিডিওটি আমাদের প্রতিনিধি সাংবাদিক ও সংগঠক এফ এম খন্দকার মায়া উপজেলা প্রশাসন কে ইনবক্সে পাঠায়।তখন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক সাথে সাথে উক্ত ব্যক্তির তথ্য সংগ্রহ করতে এফ এম খন্দকার মায়া কে সহযোগিতা করতে বলেন।ফলে পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পোস্টদাতা মতিউর রহমান মাস্টারের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করে উপজেলা প্রশাসন কে অবগত করেন।
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চুনারুঘাট উপজেলার সকল 'ক' তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম পরিচালনা শেষ হলেও উপজেলা প্রশাসন পাশে দাড়ানোর আশ্বস্ত করেন। এবং আগামীকাল দেখা করার জন্য ডাকেন গিয়াসউদ্দিন দম্পতি কে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,জরাজীর্ণ ছাউনির স্থলে বসবাসকারী গিয়াসউদ্দিন দম্পতিকে উপজেলা পরিষদের অর্থায়নে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন পাকা বাসগৃহ নির্মাণের কাজ পুনরায় শুরুর উদ্যোগ গ্রহণ জুন মাসেই হবে।অবশ্যই তথ্য ভিত্তিতে পাশে দাড়ানো হবে।
সকলে মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে এই প্রত্যাশা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj