সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে ৩ দিন ধরে শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার দিনভর চেষ্টার পরও মীমাংসিত হয়নি। এতে চা বাগানে গত তিন দিনে ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা। সূত্র জানান, বাগান ম্যানেজার রিয়াজ উদ্দিনের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা গত মঙ্গলবার থেকে আন্দোলনে নামে। মঙ্গলবার দুপুরে বাগানের দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রতিবাদ সভায় ম্যানেজারের অপসারণ না হওয়া পর্যন্ত ধর্মঘটের ঘোষণা দেয় শ্রমিকরা। ফলে মঙ্গলবার থেকে বাগানে কাচা চা-পাতা সংগ্রহ বন্ধ হয়ে যায়। বুধবারের ন্যায় আজ বৃহস্পতিবারও বিষয়টি সুরাহার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হয়। শ্রম মন্ত্রণালয়ের উপ-পরিচালক গিয়াস উদ্দিনের উপস্থিতিতে দিনভর আলোচনায় বিষয়টির নিষ্পত্তি হয়নি। আলোচনায় চা শ্রমিকদের কেন্দ্রীয় নেতা মাখন লাল কর্মকার, অভিরত বাগতি, স্বপন সাঁওতাল, শিউধনী কর্মী, বিজয় হাজরা, পরেস্কার লেন্ডি, নৃপেন পাল উপস্থিতিতে দিনভর নিস্পত্তি হয়নি। বৈঠকে চা শ্রমিকদের উন্নত চিকিৎসা ও বিভিন্ন ভাতার দাবি মেনে নেওয়া হলেও নিরপরাধ ম্যানেজার রিয়াজ উদ্দিনের পদত্যাগের দাবি না মানায় সমঝোতা বৈঠক থেকে চলে যান চা শ্রমিক নেতারা। আজ শুক্রবার সকাল ১০ টায় দুর্গামন্দিরে চা বাগানের ম্যানিজিং ডাইরেক্টর ওয়াহিদুল হক যে সিদ্ধান্ত দিবেন চা শ্রমিকরা এ দাবী মেনে ধর্মঘট প্রত্যাহার করবে। উক্ত বৈঠকে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যন, উপজেলা নির্বাহী অফিসার, চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে সিদ্ধান্ত নিবেন। বাগানের সহকারী ব্যবস্থাপক দেবাশীস দাশ জানান, সকলে আশা করছিলেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির উপস্থিতিতে বিষয়টির নিষ্পত্তি হবে। এমনিতে প্রচন্ড খরার জন্য উৎপাদন ব্যাহত হয়েছে, তার উপর শ্রমিক ধর্মঘটে বড় ধরণের আর্থিক ক্ষতি ডেকে আনছে। একটি সূত্র জানায়, ব্রিটেনের দেউন্দি টি এস্টেট কোম্পানির মালিকানাধীন এই বাগানে ১ হাজার ৩৯৪ জন শ্রমিক কর্মরত। সম্প্রতি বাগানের কম্পাউন্ডার নিয়োগে এক চা শ্রমিকের সন্তান অংশ নেয়। তার চাকরি না হওয়ায় বাগান ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয় চা শ্রমিকদের মাঝে। এরই ধারাবাহিকতায় শুরু হয় আন্দোলন। মার্চ মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত চা-পাতার উৎপাদন হয়। এখন পাতা উৎপাদনের পুরো মৌসুম। বাগানের এক শ্রমিক মুন্ড সাওতাল এ প্রতিনিধিকে জানায়, আগে বাগানের শ্রমিকরা ছিলেন নিরক্ষর, বর্তমানে তাদের সন্তানরা লেখপড়া শিখে বাগান কর্তৃপক্ষকে বিভিন্ন ভাবে হয়রানী করা সহ তাদের দাবী আদায় করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাগানের কিছু দুষ্কৃতিকারী চা-শ্রমিক কার্তিক সাওতাল, কার্তিক বাগতি, মেম্বার রমেশ মাল, শঙ্কা বাগতী, শান্তি গৌড়, গৌড় মাল বাগান সরদার মনিন্দ্র দাস, সুচিত্র বাউড়ি, অনিল ভূমিজ, দুলাল মালী, ভুট্টো, মনি শংখর বাউড়ীর নেতৃত্বে হঠাৎ দেউন্দি চা-বাগানে শ্রমিক ধর্মঘট ডাক দেয় কিন্তু তাদের স্বার্থ হাসিল করার এই মিথ্যা অভিযোগ আন্দেলন গড়ে তুলে। বাগান ম্যানাজার পদ ত্যাগ সহ বিভিন্ন দাবীতে চা-শ্রমিকরা আন্দোলনে নেমে পরে। বাগান ম্যানেজার এ বিষয়ে কিছুই জানেনা। এবং ম্যনেজার রিয়াজ উদ্দিন খুবই সৎ ব্যক্তি ও সাহসী। কিন্তু ম্যানাজারকে সরিয়ে দিলে স্বার্থন্বেষী চা-শ্রমিকদের ফায়দা হাসিল হবে বলে তাদের ধারনা। ওই সব দুষ্কৃতিকারী শ্রমিকরা বাগানের প¦ার্শবর্তী বস্তির সাথে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। বাগানের গাছ চুরি থেকে বিভিন্ন মালামাল ক্ষতি সাধন করছে এই সকল দুষ্কৃতিকারীরা। সকল দুষ বস্তিবাসী লোকজনের উপর ফেলে দেওয়া হয়। #
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj