আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্ত অসহায় ৮ পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শনিবার ১৮ মার্চ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে ৭ টি পরিবারকে ৩ বান্ডিল করে ডেউটিন প্রদান করা হয়েছে।
আংশিক পুড়ে যাওয়া একটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।
এছাড়াও প্রতিটি পরিবারের জন্য নগদ অর্থের ও বরাদ্দ দেওয়া হয়েছে।
সামাজিক উদ্যোগে নাগেরখানা ঘরপঞ্চায়েত সংস্থা থেকে নগদ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
আমেরিকা প্রবাসী সাবেক শিক্ষক ও শিক্ষক নেতা,সাবেক সান্দ সর্দার আলী আকবর খানের পক্ষ থেকে নগদ ২৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খানের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের নারী-পুরুষ কে শাড়ী লুঙ্গি প্রদান করা হয়েছে।
গত শুক্রবার(১৭মার্চ) গভীর রাতে বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের নাগেরখানা মহল্লার ৮ টি পরিবারের ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়।
বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ঘন্টা খানেক প্রান প্রন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কোন কারণ জানা যায় নাই।
অগ্নিকাণ্ডের ঘটনায় সব হারিয়ে অসহায় পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে।
সব হারানো লোকগুলোর আর্তনাদ আর বিলাপে প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষের এগিয়ে আসায়, একটি অনুকরণীয় ঘটনা হয়ে থাকবে বলে বিজ্ঞ মহল মনে করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj