স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ৭ই মার্চের ভাষণ না দিতেন এবং ২৬ মার্চ স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা না দিতেন তাহলে বাঙালি জাতি হিসেবে আমরা আত্মপরিচয় দিতে পারতাম না। তিনিসহ এদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বাঙালি জাতি অনন্তকাল ধরে তঁাদের মনে রাখবে।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল বেলা ১২টায় যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধূলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটনায় এবং মানুষকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। প্রত্যেকেরই পড়াশোনার সঙ্গে নিয়মিত খেলাধূলা করা উচিত। এজন্য আওয়ামী লীগ সরকার দেশজুড়ে নিয়মিত খেলাধূলা আয়োজনের ব্যবস্থা করে দিয়েছে।
এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদেরও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনে শিক্ষার্থীদের আর বইয়ের বোঝা বইতে হবে না। সরকার শিক্ষা কার্যক্রমকে সেদিকে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতেই যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান স্বাগত বক্তব্য রাখেন।
শিক্ষক নীহারিকা হেলেন খান ও মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজ শাখার অভিভাবক সদস্য মোঃ নূর ইসলাম তালুকদার, স্কুল শাখার অভিভাক সদস্য মোঃ এনামুল হক প্রমুখ।
পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি অতীতের ন্যায় আগামীতেও এ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ চলমান রাখার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj