নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের আউশকান্দির এমএ আরিছ মঞ্জিলে জিলু মিয়া ওরপে ঝিমলী (২০) নামের এক হিজরা খুনের ঘটনায় আসল খুনিদের গ্রেফতারের দাবীতে ও আটককৃত জুয়েল মিয়া ওরপে জুই‘র মুক্তির দাবী করে শহরে এক বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ হিজরা সমিতি।
গতকাল বুধবার সকালে নবীগঞ্জ হিজরা সমিতির সভাপতি শিখা চৌধুরীর সভাপতিত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
মিছিলে অংশ নেয় হিজরা ছায়া, আজিজুল, বুলবুল, সাথি, বিউটি, পাখি, সুমন, সমনা, আছাদ, বাদল প্রমুখ।
এ সময় হিজরারা গত ১৯ জুন শুক্রবার রাতে আউশকান্দির এমএ আরিছ মঞ্জিলে জিলু মিয়া ওরপে ঝিমলী খুনের ঘটনায় জড়িত আসল খুনিদের গ্রেফতার করতে হবে ও পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত হিজরা জুয়েল মিয়া ওরপে জুই‘র মুক্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানায় তারা।
উল্লেখ, উপজেলার আউশকান্দি কিবরিয়া সড়কের দেওতৈল আবাসিক এলাকার এমএ আরিছ মঞ্জিলে গত শুক্রবার রাতে জিলু মিয়া ওরপে ঝিমলী (২০) এক হিজরা খুন হয়। সে উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের কামড়াখাইর গ্রামের আশিক মিয়ার সন্তান। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনও সনাক্ত করা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অপর দুই হিজরা জুয়েল মিয়া ওরপে জুই ও হায়দর আলী (আখিঁ) কে আটক করেছে।
আটককৃত হিজরাদের দাবী নিহত ঝিমলী শুক্রবার রাতে ঢাকা থেকে এক যুবককে সাথে নিয়ে তাদের বাসায় আশ্রয় নেয়। তারা অন্যত্র চলে যায়। সকালের দিকে স্থানীয় লোকজন হিজড়া ঝিমলীর মৃত দেহ দেখতে পেলেও ওই যুবককে পাওয়া যায়নি। তাদের ধারনা রাতের আধারে কতিপয় ওই যুবক তাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে পালিয়ে গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj