চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে একের পর এক বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেই চলছে। এতে করে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হচ্ছে উপজেলাবাসীকে। থাকতে হচ্ছে বিদ্যুৎ বিহীন। প্রতিদিনই ঘটছে উপজেলার বিভিন্ন স্থানে এমন ঘটনা।
জানা গেছে, উপজেলার ৯নম্বর রাণীগাঁও ইউপির (১নম্বর ওয়ার্ড) গাভীগাঁও গ্রামে শনিবার দিবাগত রাতে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনার পর থেকেই অন্ধকারে রয়েছে গ্রামবাসী। এলাকাবাসী জানান, হঠাৎ করে ৯নম্বর রাণীগাঁও ইউনিয়নে ট্রান্সফরমার চুরি বেড়ে গেছে।
ইতি মধ্যে এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১০/১৫ টি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ফুল মিয়া বলেন, শনিবার মধ্যরাত দুই/ আড়াইটার দিকে হঠাৎ করে গাভীগাঁও গ্রামে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে। পরদিন এলাকার স্থানীয় লোকজন দেখতে পায় খোকা মাস্টারের খিলেরপাড়ে বিদ্যুৎ খুঁটির এই বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়েছে।
তাৎক্ষণিকভাবে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হয়। এই বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি রোধে এলাকাবাসী এর প্রতিকার চেয়ে প্রশাসন মহলের সুদৃষ্টির মাধ্যমে কঠোর পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj