স্টাফ রিপোর্টার :
সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) চাবি না দেওয়ার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি গতকাল দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে ইজিবাইক মালিক- শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।
যানজটমুক্ত শহর গড়ার প্রত্যয় নিয়ে এই সমাবেশের আয়োজন করে। এ সময় এমপি আবু জাহির শহরে যানজট রোধে নির্দিষ্ট স্থানে পার্কিং এবং যাত্রী উঠানামা করাসহ আরও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, শিল্পপতি ও রাজনীতিবীদ শংকর পাল, পৌর টমটম শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মশিউর রহমান শামীম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেলা শ্রমিক লীগের সভাপতি আরব আলী, হবিগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি মোঃ সামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর প্রমুখ।
হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায় সমাবেশে সঞ্চালনা করেন। এতে সহশ্রাধিক ইজিবাইক চালক ও মালিক উপস্থিত ছিলেন।
এ সময় ইজিবাইক চালকরা তঁাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা জানালে প্রধান অতিথি ও সভাপতি তা সমাধানের আশ্বাস দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj