স্টাফ রিপোর্টারঃ-
একুশের প্রথম প্রহরে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে সাথে নিয়ে কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শিক্ষক পরিষদের সম্পাদক ড. সুভাষ চন্দ্র দেব সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন পরবর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য একুশের চেতনায় কাজ করতে হবে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন ও যথাযোগ্য মর্যাদায় অর্ধনমিতকরণ। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে বিশাল প্রভাতফেরি শহর প্রদক্ষিণ করে এবং ফিরে এসে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অতঃপর শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত কলেজের সাংস্কৃতিক দলের ভাষার গান উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়া মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে কলেজের শিক্ষাবিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনায় অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা সংগ্রামীদের সেদিনের আত্মত্যাগই বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলো, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বাস্তবায়িত হয়। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের মধ্য দিয়েই শহিদদের চাওয়া রাষ্ট্রভাষা বাংলা বাস্তবায়ন করতে হবে।
সভায় বক্তারা বাংলা ভাষার বিশ্বায়নে কাজ করতে শুদ্ধ বাংলা চর্চার উপর গুরুত্বারোপ করেন। সবশেষে ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj